কালি লিনাক্স কি? কিভাবে এলো ও এর কাজ

কালি লিনাক্স
সহজ ভাষায়, Kali Linux হচ্ছে  Debian এর উপর নির্মিত হ্যাকিং টুলস সমৃদ্ধ একটি Linux Distribution !! Kali Linux হচ্ছে Backtrack Linux  এর নতুন ভার্সন ! অনেকেই বলেন দুইটা সম্পূর্ণ আলাদা ! আসলে Backtrack Linux কে আরো বেশি টুলস এবং কাজের সুবিধার্থে আরো বেশি সাদামাটা করে  Kali Linux তৈরি করা হয়েছে !! হ্যাকারদের জন্য কালি লিনাক্স হচ্ছে বর্তমানে নাম্বার 1 Operating System  !
Offensive Security প্রথমে Backtrack 2, Backtrack 3, Backtrack 4, Backtrack 5, এবং সর্বশেষ  Kali Linux নামের এই Linux Distribution বের করে ! বর্তমানে Kali Linux 2.0 যার নাম Kali Sana আগামি কয়েক মাসের মধ্যেই রিলিজ হতে যাচ্ছে !
১৯৯১ সালে লিনাস টরভেল্ড যে অপারেটিং সিস্টেমের কার্নেলটি ওয়েবে ছেড়েছেন সেটি ছিল ফ্লপি ড্রাইভে ধারন করার মতোই ছোট লিনাক্স কার্নেল। লিনাক্স অপারেটিং সিস্টেমটি জন্মলগ্ন থেকেই ফ্রি। বর্তমান সময়ে মেইনফ্রেম এবং বড় বড় সার্ভার কম্পিউটারের অপারেটিং সিস্টেম বলতে লিনাক্সই বুঝে থাকে।
কালি লিনাক্স হচ্ছে ডেবিয়ান হতে উদ্ভূত একটি ডিস্ট্রিবিউশান যেটি মূলত ডিজিটাল ফরেনসিক এবং পেনিট্রেশান টেস্টিং এর জন্য বানানো হয়েছে। অফেনসিভ সিকিউরিটি লিমিটেড (Offensive Security Ltd) নামক কোম্পানি এটি তৈরি করেছে। এটাতে তিন’শর ও বেশি পেনিট্রেশান টেস্টিং সফটওয়্যার প্রিইন্সটলড অবস্থায় পাওয়া যায়। কালি লিনাক্সের পূর্বে ব্যাকট্র্যাক (Backtrack) নামের একটি ডিস্ট্রো ছিল যেটা বানিয়েছিলেন Mati Aharoni ও Devon Kearns। পরে তাদের সাথে ডেবিয়ান এক্সপার্ট Rahpael Hertzog যোগ দিলে তারা তিনজনে মিলে ব্যাকট্র্যাক প্রজেক্ট বন্ধ করে নতুনভাবে কালি লিনাক্স তৈরি করেন এবং অফেনসিভ সিকিউরিটি নামের কোম্পানি গঠন করেন। সহজ ভাষায় কালি লিনাক্স সম্পর্কে বলতে গেলে এটি হ্যাকিং এর জন্য বিশেষভাবে তৈরি করা একটি ডিস্ট্রো এবং এই গ্রহের অধিকাংশ হ্যাকার বর্তমানে এই কালি লিনাক্সই ব্যবহার করছে। ইদানিং কালের মোবাইল ফোন, ট্যাব, স্মার্ট টেলিভিশন ও অন্যান্য অনেক প্যারিফ্যারাল ডিভাউজ (যেমন- কার্ড/ফিঙ্গার পাঞ্চ মেশিন, রোবট) লিনাক্সের কার্নেল ব্যবহার করে। লিনাক্স সম্পর্কে আরো জনতে উইকিপিডিয়া দেখতে পারেন।
অফেনসিভ সিকিউরিটি লিমিটেডের আর্থিক সহায়তায় তৈরীকৃত অপারেটিং সিস্টেমটির মূল ডেবিয়ান বেজড। ডেবিয়ানের প্যাকেজগুলো এই ডিস্ট্রোতে চলে।
কালি লিনাক্সের বেশ কিছু ফিচার উল্লেখ করা হলোঃ
১. কালি টুল সাইটের ৬০০ এর বেশি টুলস আছে যার অনেকগুলোই কালি লিনাক্স ছাড়া চলে না।
২. কালি লিনাক্স আগের মতোই ফ্রি। এর টুলগুলোও ফ্রি রাখার চেষ্টা করা হচ্ছে।
৩. কালি লিনাক্স সম্পুর্ণই পরিবর্তনযোগ্য। এটির কার্নেল পরিবর্তন করাকে সহজতর করা হয়েছে।
৪. এটি এআরএম বেজড হার্ডওয়্যার যেমন-Rasperberry Pi  সাপোর্ট করে। অয়্যারলেস ডিভাউজ সাপোর্ট করার জন্য কম্পাটিবল করা হয়েছে।
কাজঃ
কে না জানে এই দুর্দান্ত লিনাক্স ডিস্ট্রোর কথা! যে ডিস্ট্রোর এক কমান্ডেই গায়েব হয়ে যায় লাখ লাখ সাইট, পড়ে যায় শ’খানেক
সার্ভার, যার একটি কমান্ডেই নিমিষেই ধ্বংস করে ফেলা যায় যেকোন অনলাইন ভিত্তিক কোম্পানির আয়-ইনকাম। আসুন, দেখি কালি-লিনাক্স এর সাহায্যে আমরা যেসকল দুর্দান্ত কাজ করতে পারবেন:
*  যেকোন সাইট হ্যাক করা।
* অনলাইনের তথ্য হাতিয়ে যাওয়া।
* বিশ্বের যেকোন ওয়েব সার্ভিস (ফেসবুক, ইয়াহু, জিমেইল) অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করা।
* যে কোনো অ্যাক্সেস হাতিয়ে নেওয়া।
* এমনকি আপনি আপনার সকল কাজ কর্মের হুবুহু কপি করে ফেলকে পারেন হ্যাকাররা।
ভিন্নতাঃ
অন্যান্য লিনাক্সের মতো করে ব্যবহার করার অপারেটিং সিস্টেম না এটা। শুধু মাত্র root ইউজার রাখা হয়েছে। ডিফল্ট সেটিং এ নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। অল্প কিছু রিপোসিটরি রাখা হয়েছে যাতে অনেক কিছু করা সম্ভব নাও হতে পারে। সবার জন্য?
এটি সবার জন্য না। যারা পেনেনটেশন টেস্টার, নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য এটি। গেম বা ওয়েব ডেভলপারদের জন্য এটি সুন্দর প্লাটফর্ম নাও হতে পারে।


http://techtechniquebd.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2-1453/

No comments

বিটকয়েন - নতুন ধারা

বিটকয়েন হচ্ছে এক ধরনের সাংকেতিক মুদ্রা (Virtual Currency) যেটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। এটি লেনদেন নিয়ন্ত্রণ...

Theme images by enjoynz. Powered by Blogger.