জান্ত্রিকতার এই জিবনে অবকাশ একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবূও গতকাল বেরিয়েছিলাম আমরা কজন একটু প্রশান্তির খোঁজে, একটু খানি ভাললাগার খোঁজে। তবে গতকালের এই দিনটা যে আমাদের সবার জীবনের স্মরণীয় একটা দিন হবে তা  ভাবিনি।
এর পেছনে কারন রয়েছে অনেক গুলো , যা ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন। কিন্তু তার পরেও একটি ঘটনা না বললেই নয়......।।
লেখাটা যদিও একটু রিতিশিদ্ধ হয়ে যাচ্ছে তবুও শেয়ার করার লভ শাম্লাতে পারছি না।
শারাদিন ঘুরাঘুরির পর ইফতারের জন্য ঢুকেছি ৪ জন একটা restorant এ ,
পেটে পুরো পৃথিবীর ক্ষুধা।
অর্ডার করলাম যা যা শাম্নে পেলাম সবই।
খেলাম পেট ভরে, পরটা গুলো আর চালান দিতে পারলাম না।
ভাবলাম রাস্তায় শেরকম পলাপাইন পাইলে দিয়া দিমু তাই মামার কাছ থেকে একটা ঠোঙ্গা নিয়ে তার ভেতর পরটা পুরলাম।
যাই হোক, এবার বিল দেবার পালা। মামাকে বিল করে নিয়ে আসতে বললাম ।
বিল 880 টাকা।
আমরা ৪ জন । ফাল দিয়ে উঠলাম, অরে আর কি আছে অর্ডার দে...।।
ভাজ্ঞিশ পেট খালি ছিল না।
আমি মোবাইল ক্যালকুলেটর বের করে হিশেব করলাম 880/৪=১১০ টাকা।
টাকা তুলে সাথে মামাকে ২০ টাকা টিপস শহ পে করলাম।
মামা বলল , এইটা কি দিলেন মামা!!!!!!!!!!
মামার চক্ষে দুনিয়ার বিস্ময় !
মামা বলল , eight hundred eighty taka onely.
আমরা ত -থ- দ- ধ .....................।।
তার পর আর কি............।
বোঝাই জাচ্ছে ।
যাই হোক , মজা পেয়েছি, দুঃখ পেয়েছি, আনন্দ পেয়েছি আর সৃতিময় একটা দিন পেয়েছি।
থ্যাংকস Rajibur Rahman, Munib Islam Arnob Mirza দোস্ত তোদের।

No comments

বিটকয়েন - নতুন ধারা

বিটকয়েন হচ্ছে এক ধরনের সাংকেতিক মুদ্রা (Virtual Currency) যেটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। এটি লেনদেন নিয়ন্ত্রণ...

Theme images by enjoynz. Powered by Blogger.