ছড়া-কবিতা

জানোয়ার

হৃদয়ের সাথে মেঘলা পাল
নৌকোটা মানাচ্ছে বেশ ।
ভেতরে ভেতরে যুদ্ধটা আমাকে নিয়ে যায়
নীল নদের তীরে , আদিম সভ্যতায় ।
সেখানে হয়তো আমি এক অসভ্য জানোয়ার !!!



চোখগুলো


আমাদের চোখ গুলো ভিন্ন পথে চলে । 
জীবনের সায়াহ্নে এসে যখন সবকিছু থমকে দাঁড়ায় ,
অথবা যখন মানুষ সংসারী ,
তখনও চোখগুলো আমাদের চালায় ।
চালায় ।

No comments

বিটকয়েন - নতুন ধারা

বিটকয়েন হচ্ছে এক ধরনের সাংকেতিক মুদ্রা (Virtual Currency) যেটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। এটি লেনদেন নিয়ন্ত্রণ...

Theme images by enjoynz. Powered by Blogger.