আমার সম্পর্কে
সাদামাটা সদা হাস্বোজ্জল
সাধাসিধে সাধারন সংসারের ছোট সন্তান আমি।
সবচেয়ে বড় দোষ কিছুই মনের ভেতর রাখতে পারি না-যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে বলে ফেলি...
আর আমার কাছে আমার সবচেয়ে ভাল গুন হল -মনের মধ্যে শত কষ্ট থাকলেও ইচ্ছা করলে সারা দিন হাসতে পারি.....
ছোটবেলা দেখে অন্যের কথার গুরুত্ব দেয়া শিখেছি কিন্ত আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আব্বা-আমমা ছাড়া আর করো নাই[এটা তাঁদের অধিকার]
বরাবরই মুক্ত চিন্তার অধিকারী...পৃথিবীর সবকিছু যুক্তি দিয়ে বিচার করি....।
যা কিছু যুক্তিহীন তার সবকিছুই মিথ্যা।
নিজের কিছু আদর্শ আর প্রতিজ্ঞা আছে যা সারাজীবনে ভাংতে নারাজ।
আমার ভালবাসা কারো জন্য সীমাবদ্ধ নয়..
ভালবাসি মানুষ কে....মানবতাকে...
আর ভালবাসি মানুষের হাসি......
এই ছোট বয়সেই জীবনে অনেক নিষ্ঠুর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।
তাই সবসময় অভিজ্ঞতাকে ভালবাসি, ভালবাসি যে অভিজ্ঞ তাকে আর ভালবাসি জীবন থেকে শিক্ষা নিতে।.....
নিতীতে ডানপন্থী। নিজের আদর্শকে জীবনের চেয়ে বেশি ভালবাসি।
দুটো জিনিস সবথেকে বেশি উপভোগ করি :-
১ অচেনা জায়গায় একা একা ঘুরতে।
২ বাচ্চাকাচ্চাদদের সাথে সময় কাটাতে।
সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়ি অজানা কোন জায়গার উদ্দেশ্যে।একা একা উদ্ভ্রান্তের মত ঘুরাঘুরিতে অদ্ভুত এক মজা আছে।
সুযোগ পেলেই ছোট পোলাপানেরর সাথে হাসি তামাসা করি।
ওরা নিষ্পপ, ওরা এটুকুতেই সন্তুষ্ট, ওরা ভিতরকার খবর জানতে চায় না,,,,,,,,,,,,,,,...........;
একখানা সবুজ মখমলের জয়নামাজ,হালকা ফুরফুরে হাওয়া, ছাই রঙের ছোট্ট পকা একরুমের ঘর,,,,,
একা একা বসে করছি স্রষ্টার অরাধনা।
এমনই একটা স্বপ্ন যখন সময়পাই তখনই দেখি।
চিত্তটা কিছুটা শান্ত হয়।
জীবনে কিছু শিক্ষা,আর আঘাত এমনভাবে পেয়েছি যে এখন খুব ভালোভাবে বুঝি, স্রষ্টা আমাকে কতটা ভালোবাসেন।
সাধাসিধে সাধারন সংসারের ছোট সন্তান আমি।
সবচেয়ে বড় দোষ কিছুই মনের ভেতর রাখতে পারি না-যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে বলে ফেলি...
আর আমার কাছে আমার সবচেয়ে ভাল গুন হল -মনের মধ্যে শত কষ্ট থাকলেও ইচ্ছা করলে সারা দিন হাসতে পারি.....
ছোটবেলা দেখে অন্যের কথার গুরুত্ব দেয়া শিখেছি কিন্ত আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আব্বা-আমমা ছাড়া আর করো নাই[এটা তাঁদের অধিকার]
বরাবরই মুক্ত চিন্তার অধিকারী...পৃথিবীর সবকিছু যুক্তি দিয়ে বিচার করি....।
যা কিছু যুক্তিহীন তার সবকিছুই মিথ্যা।
নিজের কিছু আদর্শ আর প্রতিজ্ঞা আছে যা সারাজীবনে ভাংতে নারাজ।
আমার ভালবাসা কারো জন্য সীমাবদ্ধ নয়..
ভালবাসি মানুষ কে....মানবতাকে...
আর ভালবাসি মানুষের হাসি......
এই ছোট বয়সেই জীবনে অনেক নিষ্ঠুর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।
তাই সবসময় অভিজ্ঞতাকে ভালবাসি, ভালবাসি যে অভিজ্ঞ তাকে আর ভালবাসি জীবন থেকে শিক্ষা নিতে।.....
নিতীতে ডানপন্থী। নিজের আদর্শকে জীবনের চেয়ে বেশি ভালবাসি।
দুটো জিনিস সবথেকে বেশি উপভোগ করি :-
১ অচেনা জায়গায় একা একা ঘুরতে।
২ বাচ্চাকাচ্চাদদের সাথে সময় কাটাতে।
সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়ি অজানা কোন জায়গার উদ্দেশ্যে।একা একা উদ্ভ্রান্তের মত ঘুরাঘুরিতে অদ্ভুত এক মজা আছে।
সুযোগ পেলেই ছোট পোলাপানেরর সাথে হাসি তামাসা করি।
ওরা নিষ্পপ, ওরা এটুকুতেই সন্তুষ্ট, ওরা ভিতরকার খবর জানতে চায় না,,,,,,,,,,,,,,,...........;
একখানা সবুজ মখমলের জয়নামাজ,হালকা ফুরফুরে হাওয়া, ছাই রঙের ছোট্ট পকা একরুমের ঘর,,,,,
একা একা বসে করছি স্রষ্টার অরাধনা।
এমনই একটা স্বপ্ন যখন সময়পাই তখনই দেখি।
চিত্তটা কিছুটা শান্ত হয়।
জীবনে কিছু শিক্ষা,আর আঘাত এমনভাবে পেয়েছি যে এখন খুব ভালোভাবে বুঝি, স্রষ্টা আমাকে কতটা ভালোবাসেন।
No comments